Monday, June 2, 2025

 যারা বলেন স্পিকিং এবং রাইটিং এ বাক্য তৈরি করতে পারেন না, তাদের জন্য এই স্ট্যাটাস 

৫ টি গুরুত্বপূর্ণ  বাক্য তৈরীর প্যাটার্নঃ 

(Spoken + Written)  


Sentence Making Pattern - 5


1. There is, are, was,were - আছে, থাকে,  ছিলো 

2. There have / has been - হয়েছে 

3. There can be - হতে পারে / থাকতে পারে 

4. There could be - হতে পারতো / থাকতে পারতো 

5. There may be - হতেও পারে / থাকতেও পারে 

6. There might be - হতেও পারতো,  থাকতেও পারতো 

7. There must be - নিশ্চয়ই আছে 

8. There seems to be - আছে বলে মনে হয় 


প্যাটার্ন দিয়ে বাক্যঃ 

1. There is no water in the glass -

( গ্লাসে কোনো পানি নেই) 

2. There has been a school in the village - (গ্রামটিতে একটি বিদ্যালয় আছে) 

3. There can be mistake in the report -

(এই রিপোর্টে কোনো ভুল থাকতে পারে)  

4. There could be a problem here -

(এখানে কোনো সমস্যা হতে পারতো)  

5. There may be snake in this pond -

(এই পুকুরে সাপ থাকতেও পারে)

6. There might be terrorist in this road -

(এই রাস্তায় সন্ত্রাসী থাকতেও পারতো)  

7.  There must be a problem in this laptop - 

( ল্যাপটপটিতে নিশ্চয়ই কোনো সমস্যা আছে)  

8. There seems to be something wrong here- ( এখানে কিছু ভুল আছে বলে মনে হয়)

#English_Therapy

No comments:

Post a Comment

স্টকহোম ইউনিভার্সিটিতে পড়তে গিয়ে দেখি, আমার সহপাঠীরা বাসায় গিয়ে তেমন পড়ে না।

  স্টকহোম ইউনিভার্সিটিতে পড়তে গিয়ে দেখি , আমার সহপাঠীরা বাসায় গিয়ে তেমন পড়ে না। ইউনিভার্সিটি শেষে দেখতাম ওরা পার্টিতে চলে যায়। যতো কঠিন ...