Friday, July 8, 2022

Noun এর কাজ/ব্যবহার

 

যাদের কাজে লাগতে পারে নিচের টপিকটি 



Functions of Noun বা Noun এর কাজ/ব্যবহার:
JSC Students              
SSC Students
HSC Students
Class Five Students
Class Six, Seven Students
 
 
 
নিচের বাক্যগুলাে দেখাে
Zainul developed a knack for drawing and painting.
Canada is our closest neighbour.
Put the book on the table.
Honesty is the best policy.
Walking is a good exercise.
 

Noun এর সংজ্ঞাঃ যে সব Word দ্বারা কোনাে ব্যক্তি, বস্তু, স্থান, দোষ বা গুণ, অবস্থা, কাজ ইত্যাদির নাম বােঝায় তাদেরকে Noun বলা হয়

Definition of Noun: A noun is a word, which denotes the name of a person, thing, place, quality, state or action.

 
Functions of Noun বা Noun এর কাজ/ব্যবহার:


(i) Noun, verb এর subject হিসেবে কাজ করেJamal helps the man
helps হল Verb
Helps এর Subject = Jamal
 
Quiz: Sabina went to Dhaka
Verb এর Subject = ?
 
 
  
(ii) Noun, verb এর object হিসেবে কাজ করেঃ
They punished the thief.
 
Verb কী ?= যে word দ্বারা কোনো কাজ করা বোঝায়, তাকে Verb বলে । যেমনঃ Eat, Pray, Sleep, Read, Walk, am, is , are

Object কীঃ কি বা কাকে দ্বারা প্রশ্ন করে ইংরেজি বাক্যে Verb এর পরের অংশ থেকে যে উত্তর পাওয়া যায় তাকে Object বা কর্ম বলে ।
Hasan reads books. (Verb= reads, Object = Books), কী পড়ে?
Sabina will buy a pen. ( Will buy= Verb, Object= pen) কী কিনবে?

Quiz: Hasan will buy a book.

verb এর object=?

They punished the thief.

Verb = punished

Verb এর Object = the thief.
 


 
 
(iii) Noun, preposition এর object হিসেবে কাজ করেঃ
He is fond of music.
Of= Preposition
Of (Preposition) এর Object = Music
Quiz: He lives at Chapartala.
The object of Preposition=?
 
 
(iv) Noun, verb এর object এর complement হিসেবে কাজ করে
complement এর সহজ সংজ্ঞা: এক বা একাধিক শব্দ যদি বাক্যের অর্থের পূর্ণতা দেয় তাকে complement বলা হয়।
We made him captain.
Verb= made, Verb এর Object = him
him এর Complement= Captain.
They made him president.
verb এর object এর complement?


(v) Noun, case in apposition হিসেবে কাজ করে :
Apposition মানে হল‘নিকট অবস্থান’।
Nominative in appositionঃ Apposition যখন subject-এর পরিচয় তুলে ধরে তখন তাকে nominative in apposition বলে। এসব ক্ষেত্রে noun in apposition এর nominative case হয়।
Mr. Khan, Manager of this bank, is an honest man.
Subject = Mr. Khan
Manager of this bank= Sub এর নিকটে বসেছে এবং Sub এর আরো একটা পরিচয় তুলে ধরেছে ।
 
Quiz: Abeer, Inspector of police, is an honest man.
Case in apposition=?
 
 
 

No comments:

Post a Comment