Friday, May 16, 2025

এনটিআরসিএর মাধ্যমে নিয়োগ হলে কোন পদে কত টাকা বেতন পাবেন— (দেখে নিন)

 এনটিআরসিএর মাধ্যমে নিয়োগ হলে কোন পদে কত টাকা বেতন পাবেন— (দেখে নিন)


১। লেকচারার : কলেজ পর্যায় (নবম গ্রেড)

• মূল বেতন: ২২,০০০/= 

• বাড়ি ভাড়া: ১,০০০/=

• চিকিৎসা ভাতা: ৫০০/=

সর্বোমোট: ২৩,৫০০/=


✒অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হলে—

• মূল বেতন ৩৫,০০০/=  

• বাড়িভাড়া ১০০০/=

• চিকিৎসা ভাতা ৫০০/= 

 সর্বমোট ৩৬,৫০০/=


✒প্রিন্সিপাল হলে—

• বেতন ৫০,০০০/= 

• বাড়িভাড়াঃ:১,০০০/= 

• চিকিৎসা ভাতা: ৫০০/=

 সর্বমোট: ৫১,৫০০/=


২। সহকারী শিক্ষক/মৌলভী: স্কুল পর্যায় (এগারো গ্রেড)

• মূল বেতন: ১২,৫০০/

• বাড়ি ভাড়া: ১,০০০/

• চিকিৎসা ভাতা: ৫০০/

 সর্বমোট: ১৪,০০০/


✒যদি বিএড ডিগ্রি থাকে তাহলে  দশম গ্রেড হবে তার, তখন বেতন হবে—

• মূল বেতন ১৬,০০০/=

• বাড়ি ভাড়া: ১,০০০/=

• চিকিৎসা ভাতা: ৫০০/=

সর্বমোট: ১৭,৫০০/=


✒নোট: শুরুর দিকে বিএড করার জন্য ৫ বছর সময় দেয়।এবং ১০ বছর দশম গ্রেডে চাকুরি করার পর সিনিয়র শিক্ষকে উন্নিত হবেন (নবম গ্রেডে)


৩। জুনিয়র শিক্ষক/মৌলভী: স্কুল-২ (ষোলো গ্রেড)

• মূল বেতন: ৯,৩০০/

• বাড়ি ভাড়া: ১,০০০/

• চিকিৎসা ভাতা: ৫০০/

 সর্বমোট: ১০,৮০০/


✒উপরের ৩ ক্যাটেগরির সকলেই প্রতি বছর তার ব্যাসিক বেতনের ২৫% করে ২ টা উৎসব ভাতা পাবেন।


✒মূল/বেসিক বেতনের ২০% বৈশাখি ভাতা পাবেন বছরে একবার।


✒এছাড়া কিছু স্কুল-কলেজ (সংখ্যাটা খুবই সামান্য) ছাত্র-ছাত্রীদের থেকে বাৎসরিক যে বেতন+ফিস নেয় তা খরচ করার পরেও যদি স্কুল/কলেজ ফান্ডে টাকা বেচে যায় তা শিক্ষকদের মধ্যে ভাগ করে দেন।


✒উপরের ৩ ক্যাটেগরির সকলেই প্রতি বছর তার ব্যাসিক বেতনের ৫% ইনক্রিমেন্ট পান।


✒বি.দ্র: চাকুরিজীবন সমাপ্তিতে এককালীন অর্থের জন্য বেতনের কিছু অংশ কেটে রেখে দিবে। একজন এমপিওভুক্ত শিক্ষক দুই রকমের এককালীন টাকা পাবে। একটি গ্রাচুইটি, অন্যটি কল্যান ট্রাস্টের।


(বি.দ্র. অবসরকালীন ও শিক্ষক কল্যাণ ফাণ্ডের জন্য ১০% কর্তন করা হয় মূল বেতন থেকে)।


—সংগৃহীত ও পরিমার্জিত


ভালো লাগলে পোস্টটি শেয়ার করুন।


©️ সরকারি বেসরকারি সকল চাকরির আপডেট পেতে এবং প্রস্তুতি নিতে আমাদের পেইজটি ফলো করুন👉 সরকারি চাকুরী প্রস্তুতি

Importance of Zummah Salah

  

Importance of Zummah Salah -01

 

On Friday, the angels come to the earth in the morning.

The Engels remain standing at the door of the Masajid with their books.

Standing at the door, they write in their books who came first, who came second, who came third, and who came fourth.

When the imam gets up onto the Mimbar, they close their books and they want to listen to the khutba as well. Allahu Akbar

                                                                                  

 

1)               Importance = গুরুত্ব

2)              Of = এর

3)               Zummah Salah = জুম্মা নামাজ

4)               On Friday morning = শুক্রবার সকালে

5)              the angels = ফেরেস্তারা

6)              come to the earth = পৃথিবীতে আসে

7)              The Engels  = ফেরেস্তারা

8)              remain standing  = দাঁড়িয়ে থাকে

9)              at the door of the Masajid  = মসজিদের দরজায়

10)           with their books = তাদের বই নিয়ে

11)            Standing at the door = দরজায় দাঁড়িয়ে থেকে

12)           they write  =তারা লিখে

13)          in their books = তাদের বইয়ে

14)            who came first = কে প্রথম আসল

15)           who came second = কে দ্বিতীয়ক্রমে  আসল 

16)           who came third, = কে তৃতীয়ক্রমে আসল

17)           and who came fourth = কে চতুর্থ ক্রমে আসল

18)           When  = যখন

19)           the imam  = ঈমাম

20)            gets up = উটে বসে

21)            onto the Mimbar = মিম্বরের উপরে,

22)          They = তারা  

23)          Close = বন্ধ করে

24)            their books = তাদের বই

25)          And = এবং

26)          They = তারা

27)           Want = চায়   

28)          to listen =শুনে

29)          to the khutba =খুতবা

30)           as well.

31)          Allahu Akbar = আল্লাহু আকবার

 

ইংরেজি উচ্চারণ শিখার গুরুত্বপূর্ণ ৫০টি রুলস

  Jamil Akkas Sir

 

 

ইংরেজি উচ্চারণ শিখার গুরুত্বপূর্ণ ৫০টি রুলস

Rule-1

শব্দের শুরুতে KN থাকলে তার উচ্চারণ হবে ” এক্ষেত্রে অনুচ্চারিত থাকে।

উদাহরণ:

Knowledge (নলেজ) – জ্ঞান

Knight (নাইট) – অশ্ব।

Knee (নী) – হাটু।

Rule-2

এর পরে h/r থাকলে উচ্চারণ হয় না।

উদাহরণ:

Write (রাইট) – লেখা।

Wrong (রং) – ভুল।

Who (হু) – কে।

Wrestling (রেস্টলিং) – কুস্তি।

Rule-3

শব্দের শেষে “e” থাকলে “e” এর উচ্চারণ হয়না।

উদাহরণ:

Name (নেইম) – নাম।

Come (কাম) – আসা।

Take (ঠেইক) – নেওয়া।

Fake (ফেইক) – ভূয়া।

Rule-4

M+B পর পর থাকলে এবং এর পর কোন Vowel না থাকলে উচ্চারিত হয় না।

উদাহরণ:

Bomb (বম) – বোমা।

Comb (কৌম) – চিরুনি।

Thumb (থাম) – হাতের বুড়ো আঙ্গুল।

Thumbnail (থামনেল) – ছোট।

Rule-5

Word এর শেষে I G N থাকলে তার উচ্চারণ আইন” হয়। এ ক্ষেত্রে অনুচ্চারিত থাকে।

Design (ডিজাইন) – আকা।

Resign (রিজাইন) – পদত্যাগ করা।

Reign (রেইন) – রাজত্ব।

Feign (ফেইন) – উদ্ভাবন করা।

Rule- 6

L+ M পর পর থাকলে এবং পরে vowel না থাকলে অনুচ্চারিত থাকে।

উদাহরণ:

Calm (কাম) – শান্ত।

Alms (আমজ) – ভিক্ষা।

Palm (পাম) – তালগাছ।

Rule- 7

শব্দে থাকলে এর পরে থাকলে এর উচ্চারণ ” এর মত হয়।

উদাহরণ:

Lecture (লেকচার) – বক্তৃতা।

Century (সেঞ্চুরী) – শতক।

Furniture (ফার্নিচার) – আসবাবপত্র।

Structure (স্ট্রাকচার) – গঠন।

Rule-8 --https://www.facebook.com/jamilsiredu

Consonant+ I A+ Consonant এভাবে Word গঠিত হলে, I A এর উচ্চারণ (আইঅ্যা) মত হয়।

উদাহরণ:

Dialogue (ডায়ালগ) – কথোপকথন।

Diamond (ডায়ামন্ড) – হীরক।

Liar (লায়ার) – মিথ্যাবাদী।

Liability (লাইয়াবিলিটি) – দায়।

Rule-9

I+ R+ Consonant এভাবে Word গঠিত হলে “I” এর উচ্চারণ আই” না হয়ে অ্যা” হয়।

উদাহরণ:

First (ফার্স্ট) – প্রথম।

Birth (র্বাথ) – জন্ম।

Bird (বার্ড) – পাখি।

Circle (সার্কেল) – বৃত্ত।

Rule-10

৩ বর্ণ বিশিষ্ট Word এ Consonant+ I+ E এভাবে ব্যবহৃত হলে তার উচ্চারণ আই” এর মত হয়।

উদাহরণ:

Mice (মাইস) – ইদুর।

Rice (রাইস) – চাউল।

Wise (ওয়াইস) – বিজ্ঞ

Size (সাইজ) – আয়তন।

Rule-11

Consonant+ U+ Consonant এভাবে word গঠিত হলে এর উচ্চারণ ” এর মত হয়।

উদাহরণ:

Null (নাল) – বাতিল

But (বাট) – কিন্তু।

Nut (নাট) – বাদাম

Cut (কাট) – কাটা।

Rule-12

I G H এর উচ্চারণে উচ্চারিত হয় না। সেই অংশটুকুর উচ্চারণ আই” হবে।

উদাহরণ:

Night (নাইট) – রাত্র।

Sight (সাইট) – দৃশ্য।

Might (মাইট) – হতে পারে।

Rule-13

“I O” এর উচ্চারণ সাধারণত আইয়” হয়।

উদাহরণ:

Violet (ভাইয়লেইট) – বেগুনী রঙ।

Biology (বাইয়োলজি) – জীব বিদ্যা।

Biography (বাইয়োগ্রাফি) – জীবনী।

Violation (ভাইয়লেশন) – ভঙ্গ।

Rule-14

Consonant এর পর “AI” এর উচ্চারণ সবসময় এই” বা এয়্যা” হয়।

উদাহরণ:

Rail (রেইল) – রেলের লাইন।

Nail (নেইল) – পেরেক

Straight (স্ট্রেইট) – সোজা।

Rule-15

O+ consonant+ U+ consonant+ A/E/I এভাবে word গঠিত হলে, U এর উচ্চারণ ইউ” এর মত হয়।

উদাহরণ:

Document (ডকিউমেন্ট) – দলিল।

Procurement (প্রকিউরমেন্ট) – চেষ্টা দ্বারা পাওয়া।

Rule-16

I+ R+ E এর ক্ষেত্রে যদি বর্ণ তিনটি word এর শেষে থাকে তবে এর উচ্চারণ আয়্যা” হয়।

উদাহরণ:

Dire (ডায়্যার) – ভয়ংকর।

Mire (মায়্যার) – কাদা।

Admire (এ্যাডমায়্যার) – তারিফ করা।

Rule-17

U I + consonant এরপর vowel না থাকলে U I এর উচ্চারণ ” এর মত হয়।

উদাহরণ:

Guilty (গিল্টি) – দোষী।

Guilt (গিল্ট) – দোষ।

Build (বিল্ড) – নির্মাণ করা।

Rule-18

E A+ R এভাবে ব্যবহৃত হলে এবং যদি word এর শেষ বর্ণ হয় তাহলে E A এর উচ্চারণ ঈঅ্যা” হবে।

Dear (ডিয়্যার) – প্রিয়।

Fear (ফিয়্যার) – ভয়।

Bear (বিয়্যার) – বহন করা।

Rule-19

EA+ R+ consonant এভাবে word গঠিত হলে, EA এর উচ্চারণ অ্যা” হবে।

উদাহরণ:

Heart (হার্ট) – হৃদয়।

Earth (আর্থ) – পৃথিবী।

Earn (আর্ন) – আয় করা।

Rule-20

Consonant+ EA+ consonant (R ছাড়া) এভাবে ব্যবহৃত হলে EA এর উচ্চারণ ঈ হবে।

Feather (ফেদার) – পালক।

Tread (ট্রেড) – পদদলিত করা।

Leader (লিডার) – সর্দার।

Rule-21

শব্দস্থিত EE+ R এভাবে ব্যবহৃত হলে যদি word শেষ অক্ষর হয় তাহলে EE এর উচ্চারণ ইঅ্যা” হবে।

উদাহরণ:

Peer (পিয়্যার) – সমকক্ষ।

Steer (স্টিয়্যার) – হাল ধরা।

Deer (ডিয়্যার) – হরিণ।

Rule-22

P+ S পরপর থাকলে এবং এর আগে কোন vowel না থাকলে অনুচ্চারিত থাকে।

উদাহরণ:

Psyche (সাইকি) – আত্মা

Psycho (সাইকো) – মন।

Psora (সৌরা) – খোসপাচঁড়া।

Rule-23--- https://www.facebook.com/jamilsiredu

শব্দস্থিত STL এর উচ্চারণ হয় সল্” এখানে অনুচ্চারিত থাকে।

উদাহরণ:

Bustle (বাসল্) – অতিশয় কর্ম ব্যস্ততা।

Rustle (রাসল) – খসখস শব্দ।

Nestle (নেসলে) – বাসা বাঁধা

Rule-24

ইংরেজি শব্দের শেষে TCH থাকলে এর উচ্চারণ হয় 

উদাহরণ:

Batch (ব্যাচ) – ক্ষুদ্রদল।

Match (ম্যাচ) – ক্রীড়া প্রতিযোগিতা।

Scratch (স্ক্র্যাচ) – আচঁড়ের দাগ।

Rule-25

শব্দস্থিত OA+ R থাকলে, OA এর উচ্চারণ হবে অ্য

উদাহরণ:

Board (বোর্ড) – মোটা শক্ত কাগজ।

Boar (বোর) – শূকর।

Boat (বোট) – নৌকা।

Road (রোড) – রাস্তা।

Rule-26

E+ consonant (R ছাড়া) + এভাবে ব্যবহৃত হলে এবং তার পর আর কিছু না থাকলে প্রথম এর উচ্চারণ হয় ” এবং দ্বিতীয় অনুচ্চারিত থাকে।

উদাহরণ:

Complete (কমপ্লীট) – সম্পূর্ণ।

Mete (মীট) – অংশ ভাগ করে দেয়া।

Rule-27

শব্দস্থিত OE এর উচ্চারণ হয় 

উদাহরণ

Phoenix (ফীনিক্স) – রুপ কথার পাখি বিশেষ।

Amoeba (এ্যামিবা) – ক্ষুদ্র এক কোষী প্রাণী।

Rule-28

Consonant এরপর OI এর উচ্চারণ হয় অই

উদাহরণ:

Coin (কইন) – মুদ্রা।

Foil (ফইল) – পাত।

Join (জইন) – যোগদান করা।

Rule-29

শব্দস্থিত OA+ Consonant এভাবে ব্যবহৃত হলে OA এর উচ্চারণ হয় 

উদাহরণ:

Road (রৌড) – রাস্তা।

Loan (লৌন) – ঋণ।

Toad (টৌড) – ব্যাঙ।

Rule-30

UI+ consonant+ A/E/O এভাবে word গঠিত হলে সচরাচর UI এর উচ্চারণ হয় ইংরেজি আই” এর মত।

উদাহরণ:

Guide (গাইড) – পথ প্রদর্শক।

Guile (গাইল) – ছলনাফাঁকি।

Misguidance (মিসগাইড্যান্স) – বিপথগামীতা।

Rule-31

শব্দের মাঝে E+ R ছাড়া অন্য consonant এভাবে ব্যবহৃত হলে এর উচ্চারণ সাধারণত ” বা ” হয়।

উদাহরণ:

Rent (রেন্ট) – ভাড়া।

Comet (কমিট) – ধূমকেতু।

Comment (কমেন্ট) – মন্তব্য।

Rule-32

EE+ consonant (R ছাড়া) এভাবে ব্যবহৃত হলে, EE এর উচ্চরণ ” হয়।

উদাহরণ:

Need (নীড) – প্রয়োজন।

Feel (ফীল) – অনুভব করা।

Steel (স্টীল) – ইস্পাত।

Meek (মীক) – বিনম্র

Rule-33

R+ vowel+ CH এভাবে ব্যবহৃত হলে CH এর উচ্চারণ হবে 

উদাহরণ:

Approach (অ্যাপ্রোচ) – অভিগমন।

Branch (ব্রাঞ্চ) – শাখা।

Crunch (ক্র্যাঞ্চ) – গুড়ানো।

Rule- 34

এর পরে যদি I, E, Y থাকে তাহলে তার উচ্চারণ ” হবে।

উদাহরণ:

Center (সেন্টার) – কেন্দ্র।

Cyclone (সাইক্লোন) – ঘূর্ণিঝড় ।

Cell (সেল) – কোষ।

Circle (সার্কেল) – বৃত্ত।

Rule- 35

সাধারণত One-syllable এর শব্দে Y, (আই) হিসেবে উচ্চারিত হয়।

উদাহরণ:

Fly (ফ্লাই) – উড়া।

Shy (শাই) – লজ্জা।

Buy (বাই) – ক্রয় করা।

Toy (টই) – খেলনা।

Joy (জয়) – আনন্দ।

Two-syllable এর শব্দে Y (ই) হিসেবে উচ্চারিত হয়।

উদাহরণ

City (সিটি) – শহর।

Funny (ফানি) – আনন্দ করা।

Happy (হ্যাপি) – খুশি।

Policy (পলিসি) – নীতিমালা।

Rule-36

শব্দের শেষে MN এর পরে কোন vowel না থাকলে এবং MN পরপর থাকলে অনুচ্চারিত থাকে।

উদাহরণ:

Solemn (সলেম) – গুরুগম্ভীর।

Condemn (কনডেম) – দোষারোপ করা।

Damn (ড্যাম) – অভিশাপ দেয়া ।

Rule-37

ইংরেজি শব্দের শেষে gh থাকলে তার উচ্চারণ হয় ” অথবা কখনো তা অনুচ্চারিত থাকে । কিন্তু এরপর T, N বা থাকলে gh উচ্চারিত হয় না।

উদাহরণ:

Tough (টাফ) – কঠিন।

Enough (ইনাফ) – যথেষ্ট।

Mighty (মাইটি) – বলশালী।

High (হাই) – উচ্চ।

Rule-38

IGH এর উচ্চারণ আই। “augh” এবং “ough” এর উচ্চারণ অধিকাংশ ক্ষেত্রেই ” বা ” তাছাড়া eigh এর উচ্চারণ হয় এই কিন্তু Height এর উচ্চারণ ব্যতিক্রম।

উদাহরণ:

Night (নাইট) – রাত্র।

Dight (ডাইট) – সাজানো।

Fight (ফাইট) – লড়াই।

Tight (টাইট) – টানটান।

Rule-39

Consonant এরপর BT এর উচ্চারণ ” এক্ষেত্রে “B” অনুচ্চারিত থাকে।

উদাহরণ:

Doubt (ডাউট) – সন্দেহ।

Debt (ডেট) – ঋণ।

Doubtful (ডাউটফুল) – সন্দিহান।

Rule-40

শব্দের শেষে que এর উচ্চারণ 

উদাহরণ:

Cheque (চেক) – কিস্তিহুন্ডি।

Baroque (ব্যারক) – বলিষ্ঠ।

Clique (ক্লীক) – ক্ষুদ্রদল।

Rule-41

LK এর আগে বা না থাকলে LK এর উচ্চারণ হবে ” এবং “L” অনুচ্চারিত থাকে।

উদাহরণ:

Talk (টক) – আলাপ।

Walk (ওয়াক) – হাটা।

Chalk (চক) – খড়ি।

Rule-42

KN বা GN এর আগে vowel থাকলে ও উচ্চারিত হয়।

উদাহরণ:

Agnostic (এ্যাগনষ্টিক) – অজ্ঞেয়

Acknowledge (এ্যাকনলেজ) – স্বীকার করা

Acknowledgement (এ্যাকনলেজমেন্ট) – স্বীকৃতি।

Rule- 43

কোন শব্দে CC+ OU/ consonant থাকলে CC এর উচ্চারণ হবে 

উদাহরণ:

Accuse (এ্যাকিউজ) – অভিযুক্ত করা।

According (এ্যাকর্ডিং) – অনুযায়ী।

Accurate (এ্যাকিউরেট) – যথার্থ।

Rule- 44

কোন শব্দে এরপর consonant+ vowel+….. থাকলে এর উচ্চারণ সাধারণত ইউ” হয়।

উদাহরণ:

Mute (মিউট) – স্তব্ধনির্বাক।

Tube (টিউব) – নল।

Duteous (ডিউটিয়াস) – অনুগত বাধ্য।

Rule- 45

কোন শব্দে এর পূর্বে consonant+ R/L+…… থাকলে এর উচ্চারণ সাধারণত ” হয়।

উদাহরণ:

Blue (ব্লু) – নীল।

Glue (গ্লু) – শিরিসের আঠা।

True (ট্রু) – সত্য।

Rule- 46

কোন শব্দে U+E এর পূর্বে consonant + R বা না থাকলে এর উচ্চারণ সাধারণত ইউ” এর মত হয়।

উদাহরণ:

Sue (স্যু) – আদালতে অভিযুক্ত করা।

Hue (হিউ) – রং।

Imbue (ইমবিউ) – অনুপ্রানিত করা।

Rule-47

কোন শব্দে এর পূর্বে বা একক ভাবে থাকলে তার পরে বা consonant+ E/L থাকা স্বত্তেও তার উচ্চারণ সাধারণত ” হয়।

উদাহরণ:

Nude (নুড) – নগ্নন্যাংটা।

Lunacy (লুনাসি) – পাগলামিবকা আচরণ।

Lutanist (লূটানিস্ট) – বীণা-বাদক।

Rule- 48

এর পর যদি এমন দুটি Consonant থাকে যাদেরকে আলাদাভাবে উচ্চারণ করতে হয় (ফলে প্রথমটিতে একটি syllable শেষ হয় এবং পরেরটিতে আরেকটি syllable শুরু হয়) তাহলে ঐ দুটি consonant এর পর E/I/A থাকা স্বত্তেও এর উচ্চারণ বাংলা ”- এর মত হয়।

উদাহরণ:

Incumbent (ইনকামবেন্ট) – বাধ্যতামূলক।

Number (নাম্বার) – সংখ্যা।

Constructive (কনস্ট্রাকটিভ) – গঠনমূলক।

Nudge (নাজ) – কনুয়ের মৃদু ঠেলা দেয়া।

Rule- 49

LM এর আগে কোন vowel অর্থাৎ ”, “” বা ” ধ্বনি থাকলে উচ্চারিত হয়।

উদাহরণ:

Film (ফিল্ম) – চলচ্চিত্র।

Elm (এল্ম) – দেবদারু জাতীয় গাছ।

Filmy (ফিল্মি) – মেঘাচ্ছন্ন।

Rule- 50

UI+ consonant+ I কিংবা consonant+ L/R+ UI এভাবে গঠিত হলে UI এর উচ্চারণ ইউই” বা উই” হয়।

উদাহরণ:

Perpetuity (প্যারপিচিউইটি) – চিরস্থায়ীত্ব।

Ingenuity (ইনজিনিউইটি) – অকপটতা।

Liquidity (লিকুইডিটি) – তারল্যতরল অবস্থা।

________________________________________

ইংরেজি শব্দের আরোও কিছু উচ্চারণবিধি:

শব্দের মধ্য Tথাকলে “T” এর পর হলে “T” এর উচ্চারণ ” হবে। যেমন:- Future (ফিউচার), Century (সেনচুরী), Mixture, Fixture.

– শব্দের মধ্য “D” এর পর হলে “D” এর উচ্চারণ হয় না। যেমন:- Knowledge (নলেজ), Judge ( জজ), Bridge, Coleridge. – K এর পর হলে এর উচ্চারণ হয় না। যেমন:- Know (নো), Knee (নী), Knife (নাইফ), Knowledge (নলেজ)।

– G এর পর A, O, U থাকলে এর উচ্চারণ” হয়। যেমন:- Garden (গার্ডেন), Good (গুড), Guide (গাইড)।

– S এর পর হলে এর সর্বদা ” হয়। যেমন:- Bangladesh (বাংলাদেশ), Bush, Cash.

– W এর পর h/r হলে এর উচ্চারণ হয় না। যেমন:- Write (রাইট), Wrong (রং), Who (হু), Wh- question এর সব।

– T এর পর io হলে “T” এর উচ্চারণ ” হয়। যেমন National (ন্যাশনাল)। – i/u এর পর gh হলে gh এর উচ্চারণ হয় নাযদি হয় ” এর মত হবে। যেমন:- Eight (এইট), Right (রাইট), High (হাই), Enough (এনাফ), Cough (কফ)।

– ng একত্রে হলে ংএর উচ্চারণ হয়। যেমন:- Bangladesh (বাংলাদেশ)।

– শব্দের শেষে থাকলে “e” এর উচ্চারণ হয় না। যেমন:- Name (নেইম), Come (কাম), Take (টেক)।

– G যখন কোন শব্দে gm বা gn রুপে ব্যবহৃত হয় তখন এর উচ্চারণ Silent হয়। প্রথমে যদি থাকে এবং তারপরেই যদি “N” থাকে তবে G silent থাকে। Example: 1.Sign (সাইন) – চিহ্ন। 2.Campaign (ক্যামপেন) – প্রচার। 3.Reign (রেইন) – শাসন। 4.Design (ডিজাইন) – নকশা। 5.Resign (রিজাইন) – পদত্যাগ।

– C-এর উচ্চারণ কখন ’ আর কখন ’ হবে ? Rule (1): C-এর পরে যদি A, L, O, R, U হয় তাহলে তার উচ্চারণ ’ হয়। কিছু সহজ উদাহরণ পড়ে মিলিয়ে দেখুন:- Can (v, ক্যান্) – পারা। Class (n, ক্লাস্) – শ্রেণি। Colour (n, কালার্) – রং। Cup (n, কাপ্) – পেয়ালা। Crime (n, ক্রাইম্) – দুর্নীতি। – Rule (2): C-এর পরে যদি I, E, Y থাকে তাহলে তার উচ্চারণ ’ হবে। দেখে নিই কিছু সহজ উদাহরণ:- Center (n, সেন্টার্) – কেন্দ্র। Ceiling (n, সিলিং) – ভেতরের দিকের ছাদ। Cinema (n, সিনেমা) – প্রেক্ষাগৃহ। Cyclist (n, সাইক্লিস্ট্) – সাইকেল চালক।

.................... 👍.................

পোস্টটি ভালো লাগলে শেয়ার করবেন।


স্টকহোম ইউনিভার্সিটিতে পড়তে গিয়ে দেখি, আমার সহপাঠীরা বাসায় গিয়ে তেমন পড়ে না।

  স্টকহোম ইউনিভার্সিটিতে পড়তে গিয়ে দেখি , আমার সহপাঠীরা বাসায় গিয়ে তেমন পড়ে না। ইউনিভার্সিটি শেষে দেখতাম ওরা পার্টিতে চলে যায়। যতো কঠিন ...